চীনের ৫ লাখ টিকা নিয়ে বুধবার ফিরবে বিমান বাহিনীর প্লেন
করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে আগামীকাল (বুধবার) দেশে ফিরবে বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান সি-১৩০জে।
এ লক্ষ্যে মঙ্গলবার (১১ মে) সকালে বিমান বাহিনীর ১৩ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমান বাহিনীর উইং কমান্ডার মো. হাবিবুর রহমান দলনেতা হিসেবে মিশনের দায়িত্ব পালন করছেন। মিশনটি সঠিকভাবে সম্পন্ন করতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সরকারি নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শনস্বরূপ সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা ও এডি সিরিঞ্জ সংগ্রহের জন্য বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে এই গুডউইল মিশন পরিচালনা করা হচ্ছে।
করোনাভাইরাস মোকাবিলায় চীন সরকারের প্রশংসনীয় উদ্যোগ ও বৈশ্বিক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এমইউ/বিএ/জিকেএস