ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট খুবই অ্যাগ্রেসিভ তবে বেশি ছড়ায়নি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৭ মে ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট খুবই অ্যাগ্রেসিভ। আমরা শুনেছি ও দেখেছি। আমাদের দেশেও কিছু পাওয়া গেছে। এগুলো আমরা ট্রেস করেছি। ট্রেসিংয়ের মাধ্যমে দেখেছি খুব বেশি ছড়ায়নি। সরকার সঠিক সময়ে বর্ডার সিল করে দেয়ার ফলে দেশ এখনও কিছুটা হলেও নিরাপদে আছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ আগের তুলনায় কমেছে। সরকার দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ রেখেছে। এসব যানবাহন চলাচল আরও কিছুদিন বন্ধ থাকার প্রয়োজন রয়েছে।’

সোমবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্ডার এখনও বন্ধ আছে। আগামীতেও বন্ধ থাকবে। যতদিন পর্যন্ত ভারতের অবস্থা মোটামুটি স্বাভাবিক না হয় ততদিন খেয়াল রাখতে হবে। এ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সকলে কাজ করছেন।’

জাহিদ মালেক বলেন, ‘করোনার টিকা সংগ্রহে রাশিয়া, ইউকে, চীন ও আমোরিকার সঙ্গে কথা বলেছি। ফাইনাল কিছু হলে গণমাধ্যমে তা জানানো হবে। টিকার দ্বিতীয় ডোজের ঘাটতি রয়েছে। ঘাটতি টিকা সংগ্রহের প্রচেষ্টা চলছে। সাধারণ মানুষের মতো আমরাও এ নিয়ে চিন্তিত।’

ঈদের সময় সারাদেশে রোগীদের সেবা করা হাসপাতালে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা যারা কাজ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।

এমইউ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।