চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৭০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৮ মে ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭০ জনের। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৫৮৭ জনে দাঁড়াল এবং শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৮৯৭ জনে।

মঙ্গলবার (১৮ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল সোমবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৪১৩ নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৬২ জন ও উপজেলার ৮ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়।

একই সময়ে মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজনের এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুজনের করোনা শনাক্ত হয়।

মিজানুর রহমান/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।