করোনায় মৃত উপসচিবের পরিবার পেল ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রয়াত উপসচিব আবুল খায়ের মো. মারুফ হাসানের পরিবারের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৯ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া মারুফ হাসানের স্ত্রী ফাতেমা নাহারীন নীরার কাছে সঞ্চয়পত্র হস্তান্তর করেন।
প্রয়াত মারুফ হাসানের সন্তানদের পড়াশোনা ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য তার স্ত্রীর অনুকূলে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র এবং মরহুমের মা মাহফুজা আক্তার বানুর অনুকূলে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়। শাশুড়ির পক্ষে মরহুমের স্ত্রী ৫ লাখ টাকার সঞ্চয়পত্রও গ্রহণ করেন ।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা মরহুম আবুল খায়ের মো. মারুফ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ এপ্রিল মৃত্যুবরণ করেন।
এসইউজে/এসএস/এএসএম