নির্ধারিত সময়ে হচ্ছে না ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৫ মে ২০২১

করোনাভাইরাসের কারণে ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন প্রথম ৯০ দিনের মধ্যে হচ্ছে না।

লক্ষ্মীপুর-২ ও সিলেট-৩ আসনের মতো ওই দুই আসনের নির্বাচনও পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতির কারণে এ আসন দুটির উপ-নির্বাচন অনুষ্ঠানে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন করে সময় বাড়ানোর ফলে, ঢাকা-১৪ আসনে আগামী ৩০ সেপ্টেম্বর এবং কুমিল্লা-৫ আসনে ১০ অক্টোবর পর্যন্ত ভোট পেছানোর সুযোগ তৈরি হয়েছে।

কোনও সংসদীয় আসন শূন্য হলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার কথা রয়েছে। তবে দৈব-দুর্বিপাকের কারণে এ সময়ের মধ্যে ভোট করতে না পারলে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা ৪ ক্ষমতা বলে ৯০ দিন নির্বাচন পেছাতে পারে। এই ধারাটি ব্যবহার করেছেন সিইসি।

প্রসঙ্গত, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলাম গত ৪ এপ্রিল এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যান। ফলে এ দুটি আসন শূন্য হয়।

এদিকে চার সংসদীয় আসনে ভোটের তফসিল গত ২৪ মে জানাবে বলে ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি। আগামী ২ জুন কমিশন বৈঠক শেষে এসব সংসদীয় আসনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ করোনার কারণে বন্ধ হওয়া সব নির্বাচনের ব্যাপারে ওই দিনই সিদ্ধান্ত জানানো হবে।

সোমবার (২৪ মে) ৮০তম কমিশন বৈঠক শেষে একথা জানান ইসির সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এইচএস/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।