সিলেটে একযোগে ১৫৯ কনস্টেবলকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ৩১ মে ২০২১
ফাইল ছবি

পুলিশের সিলেট রেঞ্জ থেকে একযোগে ১৫৯ জন কনস্টেবলকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। রোববার (৩০ মে) পুলিশ সদরদফতরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃতরা সিলেট আরআরএফ, হবিগঞ্জ জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশ, সিলেট জেলা পুলিশ ও সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত। তাদের প্রাথমিকভাবে চট্টগ্রাম বিভাগের রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে। পরবর্তীতে তাদের নিজ নিজ জেলায় পদায়ন করা হবে।

বদলি হওয়া কনস্টেবলদের সিলেট থেকে ছাড়পত্র নিয়ে ১৩ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১৪ জুন তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন

টিটি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।