মার্চ-এপ্রিলে সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় ১৩৫৪ কোটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০২ জুন ২০২১
ছবি : সংগৃহীত

নিবন্ধন অধিদফতরের সাব-রেজিস্ট্রি অফিসগুলো গত মার্চ ও এপ্রিল মাসে এক হাজার ৩৫৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭১ টাকা রাজস্ব আদায় করেছে।

মঙ্গলবার (১ জুন) আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে পাঠানো এক চিঠিতে নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক এ তথ্য জানান।

এর মধ্যে কেবল মার্চ মাসে রাজস্ব আদায় করেছে ৯৫০ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৫ টাকা। এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ৪০৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৬৯৬ টাকা।

মহাপরিদর্শক জানান, মার্চ ও এপ্রিল মাসে এই রাজস্ব আদায়ে দলিল সম্পাদন হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩৪০টি। এরমধ্যে মার্চ মাসে ৩ লাখ ৫১ হাজার ৩১৫ টি এবং এপ্রিল মাসে ১ লাখ ২৮ হাজার ২৫টি দলিল সম্পাদন হয়েছে।

মার্চ মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে- ঢাকা (২১৯ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৬৭১ টাকা, চট্টগ্রাম (৬৯ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১৮৮ টাকা), গাজীপুর (৬৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৫১৭ টাকা), নারায়নগঞ্জ (৫৭ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৯০১ টাকা)।

এপ্রিল মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলার মধ্যে রয়েছে- ঢাকা (৯৯ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৪৪৬ টাকা), চট্টগ্রাম (৪৩ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১৭ টাকা), গাজীপুর (২৭ কোটি ৯১ লাখ ২ হাজার ৭৫১ টাকা), নারায়ণগঞ্জ (২৫ কোটি ১০ লাখ ৮৭৩ টাকা)।

কোভিড-১৯ অতিমারির মধ্যেও নিবন্ধন অধিদফতরের অধীন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব সূচারুরূপে সম্পন্ন করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান রেখেছেন বলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরএমএম/এএএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।