রোববার থেকে আবারও মিলবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৫ জুন ২০২১
ফাইল ছবি

করোনাকালে সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম দামে আবারও আগামীকাল রোববার (৬ জুন) থেকে পণ্য বিক্রি শুরু করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মানুষ এসব পণ্য আগের মতো টিসিবির পরিবেশকদের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাক থেকে কিনতে পারবেন।

টিসিবি জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দেশব্যাপী ৪০০টি ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হবে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি, চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাকসেল থাকবে। এ বিক্রয় কার্যক্রম চলবে ১৭ জুন পর্যন্ত।

টিসিবি প্রতি কেজি চিনি ও ডাল বিক্রি করবে ৫৫ টাকা দরে। এছাড়া সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রি করবে সংস্থাটি।

জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবি কোভিড-১৯ চলাকালে সাধারণ আয়ের জনগণের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ভ্রাম্যমাণ ট্রাক ও ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করছে। তাতে মানুষ বাজারের দামের থেকে অনেক কমে নিত্যপণ্য কিনতে পারবেন।

এনএইচ/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।