ওআইসি ইউথ ক্যাপিটাল আয়োজিত কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কাল
ওআইসি ইউথ ক্যাপিটাল ঢাকা-২০২০ উপলক্ষে আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামীকাল রোববার (১৩ জুন) ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর ২টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন থেকে বাংলাদেশ অঞ্চলের বিচারক ও প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নেবেন।
এ সময়ে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া থেকে আরও ১২ জন প্রতিযোগী অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ থেকে মুহাম্মদ হাবিবুর রহমান, মাসউদ রিদওয়ান ও আমানউল্লাহ আল কাফি চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
গত ২৪ ফেব্রুয়ারি মুজিববর্ষ উপলক্ষে ভার্চুয়ালি আন্তর্জাতিক পর্যায়ে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
আগামীকাল চূড়ান্তভাবে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে।
আইসিওয়াইএফ সচিবালয় এবং ইসলামিক ফাউন্ডেশন এই বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য একটি জুরি বোর্ড গঠন করেছে। স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের প্রতিযোগিতাটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করছে।
নিম্নাক্ত লিংকের মাধ্যমে প্রতিযোগিতাটি সরাসরি উপভোগ করা যাবে :
Zoom Meeting Link : https://us02web.zoom.us/j/7859066798?pwd=U2Z4dzMzQkpMQm9SK2h3RGg3azE4dz09
Meeting ID : 785 906 6798
এমইউ/এমএইচআর