করোনা চিকিৎসায় চালু হলো পানি উন্নয়ন বোর্ড মেডিকেল সেন্টার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৫ জুন ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসায় রাজধানীর গ্রিনরোডের পানি ভবনে উদ্বোধন হলো পানি উন্নয়ন বোর্ড মেডিকেল সেন্টার। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম মেডিকেল সেন্টারটির উদ্বোধন করেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পানিসম্পদ মন্ত্রণালয় ও অধীন অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীকে জরুরি কোভিড-১৯ চিকিৎসা দেয়া হবে মেডিকেল সেন্টারে। মেডিকেল সেন্টারে রয়েছে ১৩টি বেড, এর মধ্যে ৫টি আইসিইউ বেড, একটি অ্যাম্বুলেন্স। দিনরাত ২৪ ঘণ্টাই এখানে চিকিৎসক থাকবেন। করোনা চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি রয়েছে মেডিকেল সেন্টারে।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে আমাদের কর্মকর্তারা কোভিড চ্যালেঞ্জের মধ্যে কাজ করে যাচ্ছেন। তাই জরুরি প্রয়োজনে চিকিৎসা নিশ্চিতে এই উদ্যোগ। এটা সকলের কাজে আরও সাহস জোগাবে বলে আশা করি।’

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ/আরএমএম/ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।