সিনোফার্মের ১১ লাখ টিকাও আসছে শুক্রবার রাতে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০১ জুলাই ২০২১

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে চীনের সিনোফার্মের প্রায় ১১ লাখ ডোজ টিকাও আসছে শুক্রবার (২ জুলাই) রাতে। একই রাতে আসবে যুক্তরাষ্ট্রের পাঠানো মডার্নার ১২ লাখ ডোজ টিকা। মডার্নার দ্বিতীয় চালানে ১৩ লাখ ডোজ টিকা আসবে আগামী শনিবার (৩ জুলাই)।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার টিকার প্রথম চালান পৌঁছবে। দ্বিতীয় চালান আসবে শনিবার সকালে। এ দুদিনে সেখান থেকে আসবে ২৫ লাখ ডোজ টিকা। এছাড়া সিনোফার্মের আরও প্রায় ১১ লাখ ডোজ টিকা শুক্রবার রাত সাড়ে ১২টায় ঢাকায় পৌঁছবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মডার্না ও সিনোফার্মের টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৫ জুন স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভ্যাক্স সুবিধার (বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম) আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সেই হিসাবে ওই উদ্যোগ থেকে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেয়ার কথা বাংলাদেশকে।

স্বাস্থ্যমন্ত্রীর এ বক্তব্যের একদিন পরই ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার টুইট করে জানান, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র।

এমইউ/এইচএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।