লকডাউনে রাজপথ দাপিয়ে বেড়াল তিন আরোহীর মোটরসাইকেল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০১ জুলাই ২০২১

রাজধানীর ফাঁকা রাস্তা দাপিয়ে বেড়াতে দেখা গেল তিনজন বহনকারী এক মোটরসাইকেলকে। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে দেখলেও থামেনি সেটি। ছুটে গেছে ‘মহারাজ’র বাহনের মতো।

দেশব্যাপী শুরু হওয়া সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর কাকরাইলের সড়কে এমন দৃশ্য দেখা গেছে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণরোধে বৃহস্পতিবারের আগে তিনদিন সীমিত পরিসরে বিধিনিষেধ ছিল দেশে। ওই বিধিনিষেধ আরোপকালেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোটরসাইকেলে শুধু একজনই যেতে পারবেন এবং অতিরিক্ত কাউকে নিতে পারবেন না বলে মর্মে নির্দেশনা জারি করে। এরপর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়। মোটরসাইকেলে দুজন দেখলেই পুলিশের অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মামলা-জরিমানা করছিলেন।

jagonews24

গতকাল ৩০ জুন জাগো নিউজে এ সংক্রান্ত একটি সরেজমিনে প্রতিবেদনও প্রকাশিত হয়। অনেকেই পুলিশের চেকপোস্টে বলেন, ভুলে বা অজ্ঞতাবশত দুজন মোটরসাইকেলে চড়েছেন।

কিন্তু বৃহস্পতিবার কাকরাইলের ওই সড়কে মোটরসাইকেলটিতে চালকের সঙ্গে আরও দুজনসহ মোট তিনজনকে দেখে পেশাগত দায়িত্বরত সাংবাদিকরাও খানিকটা হতভম্ব হন। দ্রুতগতিতে মোটরসাইকেলটি মৎস্য ভবন, প্রেস ক্লাব ও হাইকোর্ট হয়ে সচিবালয়ের দিকে ছুটে যেতে দেখা যায়। এ সময় কদম ফোয়ারার সামনে কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে থাকলেও মোটরসাইকেলটি আটকাতে দেখা যায়নি।

তাদের পরিচয় সম্পর্কে জানা না গেলেও পেছনে বসা একজনের ব্যাকপ্যাকে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা ছিল।

এমইউ/এইচএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।