মধ্যরাতে স্কুলশিক্ষিকার বাসায় অক্সিজেন পৌঁছে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৮ জুলাই ২০২১

ঘড়ির কাঁটায় রাত ৩টা। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় স্কুল শিক্ষিকা শিখা বড়ুয়ার (৬৮)। ঘরের অক্সিজেনও তখন শেষ। আবার রাতের বেলা সব দোকানও বন্ধ ছিল। উপায় না দেখে শেষে ফোন করেন থানায়। পরে থানা থেকেই অক্সিজেনের একটি সিলিন্ডার ওই শিক্ষিকার বাসায় পৌঁছে দেয় পুলিশ।

বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শিখা বড়ুয়া পটিয়া উপজেলার বরিয়া গ্রামের ডা. বিমলেন্দু বড়ুয়ার স্ত্রী। তার ছেলে খুলনায় থাকেন। চট্টগ্রামে নগরে তিনি মোগলটুলী বড়ুয়া পাড়ায় মেয়ের বাসায় থাকেন। গতকাল (বুধবার) রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়।

jagonews24

এ সময় বাসায় থাকা অক্সিজেন শেষ হয়ে যায়। তার আরও অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। কিন্তু রাতে শহরের সব দোকান বন্ধ ছিল। শেষে তারা ডবলমুরিং থানায় ফোন করলে অক্সিজেন সিলিন্ডার বাসায় পৌঁছে দেয় পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘রাতে একজন স্কুলশিক্ষিকার শ্বাসকষ্টের খবর পেয়ে দ্রুত থানা থেকে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওই শিক্ষিকার বাসায় পৌঁছে দেয়া হয়। নগর কমিশনার মহোদয়ের নির্দেশে থানায় ফোন করার সঙ্গে সঙ্গে অক্সিজেন পৌঁছে দেয়া হচ্ছে।’

মিজানুর রহমান/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।