করোনায় ৫ হাজারের বেশি নারীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৩ জুলাই ২০২১
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২০৩ জনের মধ্যে ১৩২ জন পুরুষ ও ৭১ জন নারী। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪২ জনে। মৃতদের মধ্যে পুরুষ ১১ হাজার ৭৮২ জন (৬৯ দশমিক ৯৬ শতাংশ) এবং নারী পাঁচ হাজার ৬০ জন (৩০ দশমিক শূন্য চার শতাংশ)।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, শুরুর দিকে মৃত্যুতে পুরুষের সংখ্যা বেশি থাকলেও সম্প্রতি নারীদের মৃত্যু বেশি হচ্ছে। আগে পুরুষের মৃত্যু ৭৫ থেকে ৮০ শতাংশ থাকলেও বর্তমানে তা ৭০ শতাংশের নিচে থাকছে। অন্যদিকে নারীদের মৃত্যু ৩০ শতাংশের বেশি হচ্ছে।

এমইউ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।