চট্টগ্রামে গরুর হাটের প্রবেশমুখে যুবলীগের ‘করোনা প্রতিরোধ বুথ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৬ জুলাই ২০২১

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকার গরুর হাটে ক্রেতা-বিক্রেতার সুরক্ষা নিশ্চিত করতে যুবলীগের উদ্যোগে ‘করোনা প্রতিরোধক বুথ’ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে থানার গরুর হাট টিকে গ্রুপের মাঠের প্রবেশমুখে বুথটি উদ্বোধন করেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু।

এ সময় তিনি বলেন, ‘অত্যন্ত ধৈর্য্য ও সাহসের সঙ্গে করোনাভাইরাসের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সঙ্কটকালে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে তিনি নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছেন। হতদরিদ্র দিনমজুর, কৃষক, শ্রমিক, বিধবা ও তৃতী লিঙ্গসহ নিম্নআয়ের জনগোষ্ঠীকে খাদ্য এবং আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।’

মহিউদ্দীন বাচ্চু আরও বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ হতদরিদ্র মানুষকে সহযোগিতা দিচ্ছেন। আসুন আমরা সবাই ধৈর্যের সঙ্গে এই সঙ্কট মোকাবিলা করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহমেদ চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, নগর যুবলীগের সদস্য সনেত বড়ুয়া, আবু নাছের চৌধুরী আজাদ ও সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী প্রমুখ।

মিজানুর রহমান/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।