করোনায় মারা গেলেন নারী র‌্যাব সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ৩০ জুলাই ২০২১

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য রাশেদা ফেরদৌস।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

র‌্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেষণে কর্মরত ব্যাটালিয়ন আনসার সদস্য রাশেদা ফেরদৌস (৪১) করোনায় আক্রান্ত হয়ে ২৫ জুলাই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৯ জুলাই সকালে ইমপালস হাসপাতাল স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত সাড়ে ১০টার দিকে ইমপালস হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রাশেদা ফেরদৌসের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। আজ সেখানেই তাকে দাফন করা হয়।

টিটি/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।