চট্টগ্রামে পৌঁছাল আরও ৩ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৬ আগস্ট ২০২১

চট্টগ্রামে ষষ্ঠবারের মতো করোনাভাইরাসের আরও তিন লাখ নয় হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ৩৮ হাজার ৪০০ ডোজ, চীনের তৈরি সিনোফার্মার এক লাখ ৬৩ হাজার ডোজ এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এক লাখ ৮ হাজার ডোজ টিকা রয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে আসা এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি।

এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়। এ সময় জেলা ভ্যাকসিন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে গত ৩১ জানুয়ারি চট্টগ্রামে প্রথম দফায় চার লাখ ৫৬ হাজার ডোজ, দ্বিতীয় দফায় ৯ এপ্রিল আরও তিন লাখ ছয় হাজার ডোজ, তৃতীয় দফায় ১৮ জুন ৯১ হাজার ২০০ ডোজ, চতুর্থ দফায় ১১ জুলাই এক লাখ ৮৪ হাজার ডোজ এবং পঞ্চম দফায় ২৮ জুলাই এক লাখ ৮৫ হাজার ২০০ ডোজ টিকা আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকা কার্যক্রম শুরু হয়।

মিজানুর রহমান/এমএসএম/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।