ছুটির দিন রাতে চট্টগ্রামের সড়কে সুনসান নীরবতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:২৪ পিএম, ০৬ আগস্ট ২০২১

করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। তবে এর মধ্যে শিল্পকারখানাসহ জরুরি প্রয়োজনীয় বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় দিনে চট্টগ্রাম নগরের সড়কে গাড়ির কিছুটা চাপ থাকে। রাতে সড়কে গাড়ির চাপ কমে যায়।

তবে শুক্রবার (৬ আগস্ট) ছুটির দিন হওয়ায় দিনেও নগরের বিভিন্ন সড়কে গাড়ির তেমন চাপ ছিল না। রাতে একেবারেই সুনসান নীরবতা বিরাজ করছে।

রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত নগরের অক্সিজেন, মুরাদপুর, জিইসি, টাইগারপাস, চকবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে নেই কোনো কোলাহল। লোকজনের উপস্থিতিও তেমন চোখে পড়েনি। হঠাৎ দু-একটা রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা যায়। রাত হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও তেমন একটা ছিল না।

অন্যান্য সময় রাতে নগরের বিভিন্ন মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ চা-পান-সিগারেটের দোকান থাকলে শুক্রবার লোকজন কম থাকায় এসব দোকানিরও কম দেখা মিলেছে।

২ নম্বর মোড়ে বিপ্লব উদ্যানের পাশে একটি ভ্রাম্যমাণ চায়ের দোকানের দেখা মিলে। নওশা মিয়া নামে ওই দোকানি বলেন, 'আমি মূলত মাগরিবের পর থেকে আসি। অন্যান্য সময় ৫০-১০০ কাপ চা বিক্রি হয়। আজকে এখন পর্যন্ত ২০ কাপ চাও বিক্রি হয়নি। লকডাউন আর ছুটির দিন হওয়ায় লোকজন একেবারেই কম বের হয়েছে।’

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। দুই দফা ঘোষণায় এই বিধিনিষেধ চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

মিজানুর রহমান/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।