ঢাকা বিভাগে করোনায় মৃত্যু একশ’র নিচে নামল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৯ আগস্ট ২০২১

টানা গত দুইদিনে করোনাভাইরাসে ঢাকা বিভাগে শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। তবে সোমবার (৯ আগস্ট) মৃতের সংখ্যা কমে নেমে এসেছে ৮৩ জনে। মৃতের সংখ্যা কমলেও দেশের আট বিভাগের মধ্যে এটি সর্বোচ্চ মৃত্যু।

এর আগে ৭ ও ৮ আগস্ট ঢাকা বিভাগে মৃতের সংখ্যা ছিল যথাক্রমে ১০১ জন ও ১০৫ জন।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ৭১ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ২৫ জন, বরিশালে ছয়জন, সিলেটে ১৮ জন, রংপুরে ১৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন মারা যান।

এদিকে ঢাকা বিভাগের মধ্যে রাজধানীতে ৫২ জন, ফরিদপুরে তিনজন, গাজীপুরে সাতজন, কিশোরগঞ্জে দুইজন, মুন্সীগঞ্জে একজন, নারায়ণগঞ্জে চারজন, নরসিংদীতে চারজন, রাজবাড়ীতে তিনজন, শরিয়তপুর চারজন ও টাঙ্গাইল জেলায় দুইজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় ২৪৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৮৯৭ জনে।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

এমইউ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।