কমেছে করোনা শনাক্তের হার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ১০ আগস্ট ২০২১
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কমেছে। সবশেষ রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি ৭০৮টি ল্যাবরেটরিতে ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪৭ হাজার ৪২৪ জনের।

নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। আর গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৭৪ শতাংশ।

মঙ্গলবার (১০আগষ্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা সংক্রমণ ও মৃত্যু রোধে সরকার ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করে। মাঝে ১৭-২৩ জুলাই পবিত্র ঈদুল আজহার জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর আবারও বাড়ানো হয় বিধিনিষেধ। যা শেষ হচ্ছে বুধবার (১১ আগস্ট)।

বিধিনিষেধের ফলে করোনা শনাক্ত কমেছে বলে জানিয়েছেন রোগতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে শনাক্ত কমলেও মৃত্যু কমছে না। সবশেষ গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনসহ দেশে মোট ২৩ হাজার ১৬১ জনের করোনায় মৃত্যু হয়।

এমইউ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।