চট্টগ্রামে দুই মৃত্যুর দিনে শনাক্ত ১৫৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৪১ জনে। একই সময়ের করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫৯ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৯৯ হাজার ৯২৫ জন।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জাগো নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৯৪ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৮৬ উপজেলার ৭৩ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ছয়জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে নয়জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এমকেআর/এমএস