সুস্থ রোগী বাড়ছে, কমছে শনাক্ত সংখ্যা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হার ক্রমেই বাড়ছে। নতুন রোগী শনাক্তের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে তিন হাজার ৮৭৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

এ নিয়ে দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ২ শতাংশ।

দেশে গত বছরের (২০২০) ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৬১৫টি। এই সময় এক হাজার ৯০১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৫৮ জনে।

২৪ ঘণ্টায় মৃত ৫১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৮ জন, সত্তরোর্ধ্ব পাঁচজন, আশি-ঊর্ধ্ব তিনজন ও ৯০ বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন।

বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে চারজন, খুলনায় পাঁচজন, বরিশালে তিনজন, সিলেটে পাঁচজন ও রংপুর বিভাগে তিনজন মারা যান।

এমইউ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।