সেই পাঠাও চালককে ‘বাইক উপহার’ গোলাম রাব্বানীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর বাড্ডায় লিংক রোডে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও’র শওকত আলী নামের এক চালক। বাইক পোড়ানোর দুদিনের মধ্যে শওকতের হাতে ব্র্যান্ড নিউ ডিসকভার-১২৫ সিসির একটি মোটরসাইকেল উপহার হিসেবে তুলে দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে জাগো নিউজকে মোটরসাইকেল উপহার পাওয়ার বিষয়টি শওকত আলী নিজেই নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাই আজ (বুধবার) রাতে আমার বাসায় এসে একটি ডিসকভার মোটরসাইকেলের চাবি আমার হাতে তুলে দেন। এসময় টিমের সদস্যরাও ছিলেন।

এ নিয়ে গোলাম রাব্বানী ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, Team Positive Bangladesh-TPB এর পক্ষ থেকে শওকত আলম সোহেল ভাইকে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ হিসেবে একটি ব্রান্ড নিউ ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল দেওয়া হয়েছে। এ মহতী উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন, Team Positive Bangladesh এর সদস্য জাকির হোসেন, আহমেদ বিন সজীব, মেহেদী ইসলাম, মেহেদী হাসান রিমন, শাকিল নিঝুম, আদনান রাহান, রাসেল আহমেদ, নাদিম মাহমুদ, শরিফ ওবায়দুল্লাহ ও এসকে ট্রেডার্সের সত্ত্বাধিকারী মামুন বাজাজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত সোমবার (২৭ সেপ্টেম্বর) ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইক পুড়িয়ে সারাদেশে আলোচনায় আসেন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং পাঠাও চালক শওকত আলী। ওইদিন সকাল পৌনে ১০টার দিকে জনতা ইন্স্যুরেন্সের সামনে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন তিনি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গত সপ্তাহে ট্রাফিক পুলিশ একটি মামলা দেওয়ার পর ওইদিনও কাগজপত্র দেখতে চাইলে ক্ষোভে এ কাণ্ড ঘটান বলেও জানান শওকত।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।