গত ২৪ ঘণ্টায় পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ৩১ অক্টোবর ২০২১

করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পুরুষের তুলনায় নারীর মৃত্যু হয়েছে দ্বিগুণ। এ সময়ে সর্বমোট ৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ দুইজন ও নারী চারজন রয়েছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৬৮ জনে।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা যান।

রোববার (৩১ অক্টোবর) পর্যন্ত মোট মৃত ২৭ হাজার ৮৬৮ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৪২ জন এবং নারী রয়েছেন ১০ হাজার ২৬ জন।

রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২১১ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে।

এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২৭৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।

এমইউ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।