দুই ছেলেসহ প্রতিমন্ত্রী পলক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৬ এএম, ০৫ জানুয়ারি ২০২২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক/ফাইল ছবি

দুই ছেলেসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী পলক এক ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্টের রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব ও মেজো ছেলে অর্জনের কোভিড পজিটিভ এসেছে।’

তিনি তার পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকাগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।