এতিম শিশুর ছবি দেখিয়ে বিদেশ থেকে টাকা এনে আত্মসাৎ
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ঘুরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ছবি সংগ্রহ করেন। এরপর সেই ছবি পাঠান যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে। সেখানের প্রবাসী বাংলাদেশিসহ ওই দেশের নাগরিকদের কাছ থেকে এসব ছবির মাধ্যমে আদায় করেন টাকা। আদতে এসব টাকা পায় না সংশ্লিষ্ট শিশুদের কেউ।
প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।
ইউনিটটির কর্মকর্তারা জানান, গ্রেফতার রফিক পেশায় একজন ইন্টারনেট টেকনিশিয়ান। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাসস্ট্যান্ড এলাকার রিফা ব্রডব্যান্ড নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা অম্বরপুর আবদুল জলিলের বাড়ি এলাকায়। রফিক ওই এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।
রফিককে গ্রেফতার করা হয় শনিবার (৮ জানুয়ারি)। তার বিরুদ্ধে কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্র ‘উপলব্ধি’ নামে প্রতিষ্ঠানটির ছবি বিভিন্ন দেশে পাঠিয়ে টাকা আনার অভিযোগ রয়েছে। তাকে পাঠানো হয়েছে আদালতে।
গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে রফিক জানান, শুরুতে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ছবি সংগ্রহ করেন তিনি। এরপর ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এসব ছবি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে সহায়তা চেয়ে আবেদন করেন। কিন্তু প্রবাসীদের কাছ থেকে পাওয়া সহায়তার টাকা আত্মসাৎ করেন তিনি।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আহমেদ পেয়ার জাগো নিউজকে বলেন, কোতোয়ালি থানা এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের একটি আশ্রয়কেন্দ্র কর্তৃপক্ষের দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে এই প্রতারকের সন্ধান পেয়েছি।
মিজানুর রহমান/জেডএইচ/এমএস