১৬তম অধিবেশনেও সংসদে প্রবেশের পাস পাচ্ছেন না সাংবাদিকরা
একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন বসছে আগামী ১৬ জানুয়ারি। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সশরীরে সংসদে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করতে পারবেন না গণমাধ্যমকর্মীরা। সংসদ টেলিভিশনের লাইভ সম্প্রচার দেখে তাদের সংবাদ সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মহামারি করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) থেকে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমককর্মীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। করোনা পরিস্থিতিতে অধিবেশন চলাকালে গণমাধ্যম কর্মরত সাংবাদিকদের কোনো পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৬ জানুয়ারি বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। নতুন বছরের শুরুর অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। রাষ্ট্রপতির ভাষণের পর সাধারণ আলোচনা হয়। এজন্য অধিবেশনটি খুবই গুরুত্বপূর্ণ।
এইচএস/এএএইচ/এমএস