গওহর রিজভীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১ এএম, ১৩ জানুয়ারি ২০২২
ড. গওহর রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন আর্ল রবার্ট মিলার/ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে এ সাক্ষাৎ হয়।

এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুজন। যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে প্রায় তিন বছর দুই মাস অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

ড. রিজভী আলোচনায় ব্যবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।

অপরদিকে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও উঁচু অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা পরিদর্শন করবেন।

সূত্র: বাসস

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।