মান সনদ ছাড়া হেলমেট বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর রমনায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে বিএসটিআই
মান সনদ ছাড়া হেলমেট তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করায় রাজধানীর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই।
সোমবার (১৭ জানুয়ারি) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে ইস্কাটন এলাকার মদিনা মোটরসকে ৪০ হাজার ও জুবায়ের মোটরসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার (সিএম) মনির হোসেন দায়িত্ব পালন করেন।
এনএইচ/বিএ/এমএস