মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:৪৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মো. তামিম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত তামিমের মামাতো বোন হিরা আক্তার (২০)।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম স্থানীয় আটপাড়া ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত আবুল শেখের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জাগো নিউজকে জানান, কামারখোলা এলাকায় এক্সপ্রেস সড়কের ঢাকামুখী লেন হয়ে মোটরসাইকেল যোগে গন্তব্যে যাচ্ছিলো তামিম ও তার মামাতো বোন। এসময় একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় হিরা। নিহতের মরদেহ ও আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে।

আরাফাত রায়হান সাকিব/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।