এসিআইয়ের ‘ভাষার জন্য ভালোবাসা’ ক্যাম্পেইন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেসবুকে ‘এসিআই ফান কেক ভাষার জন্য ভালোবাসা’ ক্যাম্পেইন শুরু করেছে এসিআই লিমিটেড। ক্যাম্পেইনটি বাংলা ভাষার সঠিক ব্যবহার ও শব্দ উচ্চারণ চর্চার একটি ক্ষুদ্র প্রয়াস।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ক্যাম্পেইন উপলক্ষে এসিআই ফান কেকের নতুন প্যাকে সংযোজিত শব্দগুলোর সঠিক ব্যবহার ও উচ্চারণের ভিডিও ফেসবুকে নিজের প্রোফাইলে #ACIFUNCAKE # ভাষার জন্য ভালোবাসা লিখে আপলোড করতে হবে। ফলে ক্রেতারা জিতে নিতে পারবেন এসিআই ফান কেকের পক্ষ থেকে আকর্ষণীয় সব উপহার।

একুশে ফেব্রুয়ারি আয়োজিত ফেসবুক লাইভ প্রোগ্রামে এসিআইয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুটি ক্যাটাগরিতে সর্বোচ্চ প্যাকেট সংগ্রহকারীদের বিজয়ী ঘোষণা করা হবে।

পরবর্তীতে তাদের ঠিকানায় পুরস্কার পাঠাবে এসিআই। একই সঙ্গে সেই লাইভে ফান কেক থেকে আয়ের একটি অংশ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার কাজে ব্যবহৃত হবে। আগামী প্রজন্ম যেন বাংলা ভাষার মর্যাদা ও চেতনা ধরে রাখতে পারে।

এসিআইয়ের ‘ভাষার জন্য ভালোবাসা’ ক্যাম্পেইন

ক্যাম্পেইন সম্পর্কে বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন বলেন, এই সময়ের ছেলে-মেয়েরা কথা বলার সময় কেমন সব অদ্ভুত শব্দ ব্যবহার করে। যেমন- ‘প্যারা, ক্যাচাল’ ইত্যাদি। এ শব্দগুলো সময়ের সঙ্গে সঙ্গে কোনো না কোনোভাবে আমাদের দৈনন্দিন ভাষার ব্যবহারে ঢুকে পড়েছে। যা শুনতে মোটেও শোভনীয় নয়। বাংলা অনেক সুন্দর একটি ভাষা। এর সঠিক ব্যবহার নিশ্চিত করা খুবই জরুরি। আশা করি আমাদের ‘ভাষার জন্য ভালোবাসা’ ক্যাম্পেইনটি কিছুটা হলেও বাংলা ভাষার সঠিক ব্যবহার সম্পর্কে মানুষকে জানাবে।

এসিআই ফুডস লিমিটেডের সিনিয়র মার্কেটিং ব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি বলেন, বাংলা ভাষা নিয়ে এমন ক্যাম্পেইন আরও বেশি বেশি আয়োজন করা উচিত। কারণ বাংলাদেশিদের মধ্যে ভাষা নিয়ে একধরনের অনীহা কাজ করে। অনেকেই আছে যারা সঠিক উচ্চারণ জানা থাকলেও তা কখনই ব্যবহার করে না। প্যাকের গায়ে থাকা শব্দের সঠিক উচ্চারণ করে ভিডিও করার মাধ্যমে কিছুটা হলেও এ অনীহা থেকে বের হয়ে আসা সম্ভব বলে আমার ধারণা।

এসিআই ফান কেক আয়োজিত এ ক্যাম্পেইনটি বাংলা ভাষার সঠিক ব্যবহারে দেশবাসীকে উদ্বুদ্ধ করবে ও পরবর্তী প্রজন্ম ভাষার সঠিক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন হবে এমনটি আশা করছেন এসিআইর পৃষ্ঠপোষকরা।

এমআইএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।