এমপির বাবার নামে মিরপুরের আলোকদিতে হচ্ছে চেকপোস্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক অনুষ্ঠিত

রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে দেওয়া জমি নিজের বাবার দেওয়া উল্লেখ করে সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা (ঢাকা-১৬) তার বাবার নামে ‘হারুন মোল্লা ক্যান্টনমেন্ট’ করার দাবি জানিয়ে আসছেন ২০০৭ সাল থেকে। চলমান একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এমপির বাবা হারুন মোল্লার সম্মানে মিরপুরের আলোকদি এলাকার চেকপোস্টের নামকরণের প্রস্তাবনার বিষয়টি প্রক্রিয়াধীন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা যায়।

বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর এমএল্ডকিউ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান বলেন, হারুন মোল্লার সম্মানে মিরপুরের আলোকদি এলাকার চেকপোস্টের নামকরণের প্রস্তাবনার বিষয়টি প্রক্রিয়াধীন। নামকরণের বিষয়ে বেশকিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং এর সঙ্গে অনেকগুলো সংস্থা জড়িত। সেনাসদর খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে। এ বিষয়ে অগ্রগতির তথ্য কমিটিকে জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া জাগো নিউজকে বলেন, এর আগে কমিটি এর অগ্রগতি জানতে চেয়েছিল। এর প্রেক্ষিতে এসব কথা জানায় সেনাবাহিনী।

এর আগে ২০০৭ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, মিরপুর ক্যান্টনমেন্টের সব জায়গা তার বাবা মরহুম হারুন মোল্লার ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় প্রয়োজনে সেখানে ক্যান্টনমেন্ট করার ঘোষণা দেওয়ায় হারুন মোল্লা নিজ উদ্যোগে জায়গা দান করেন।

সূত্র জানায়, আগের বৈঠকগুলোতেও একাধিকবার এমপি ইলিয়াস মোল্লা ওই ক্যান্টনমেন্ট তার বাবার নামে করার দাবি জানান। সেটি সম্ভব না হলে অন্তত একটি ভবন বা অডিটোরিয়ামের নাম ‘হারুন মোল্লা’ করার অনুরোধ জানান তিনি।

বুধবারের বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম বাড়ানোর সুপারিশ করা হয়। কমিটিতে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কার্যক্রম সম্পর্কে আলোচনা হয় এবং এর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং মো. মহিববুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।