১০ মার্চের মধ্যে কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

আগামী ১০ মার্চের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এর আওতাধীন অধিদপ্তর, দপ্তর ও সংস্থায় কর্মকর্তাদের সময় বেঁধে দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী জমা দিতে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের চিঠি দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তখন ২০২১ সালের ১৪ অক্টোবরের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়। তবে এখন পর্যন্ত বেশিরভাগ কর্মকর্তা তাদের তথ্যাদি পাঠাননি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ জন্য নতুন করে সময় বেঁধে দেওয়া হলো।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাইমা আফরোজ ইমা সই করা চিঠিতে বলা হয়, এ মন্ত্রণালয় ও এর আওতাধীন অধিদপ্তর/দপ্তর/সংস্থায় কর্মরত সরকারি চাকরি আইন-২০১৮ এর আওতাভুক্ত কর্মকর্তাদের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ১১,১২ ও ১৩ অনুযায়ী সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রয় ও সম্পদ বিবরণী সংযুক্ত ফরম পূরণ করে ২০২১ সালের ১৪ অক্টোবরের মধ্যে প্রশাসন শাখায় জমা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত অধিকাংশ কর্মকর্তা তাদের তথ্যাদি পাঠাননি।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় আগামী ১০ মার্চের মধ্যে সম্পদ বিবরণী মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় পাঠানোর জন্য নির্দেশক্রয়ে পুনরায় অনুরোধ করা হলো।

আইএইচআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।