‘ফিউচার নেশন’ কর্মসূচি বাস্তবায়নে ইউএনডিপি-বিডা অংশীদারত্ব চুক্তি
দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘ফিউচার নেশন’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রোববার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিডার জনসংযোগ দপ্তর।
এতে বলা হয়েছে, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং বিডার মহাপরিচালক মো. জিয়াউল হক এতে স্বাক্ষর করেন। রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেন তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ফিউচার নেশন’ হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির এজেন্ডাকে ত্বরান্বিত করার জন্য সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতের একটি নতুন জোট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, দেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য আরও বেশি বেসরকারি ও সরকারি অংশীদারত্ব গড়ে তোলা প্রধানমন্ত্রীর অন্যতম উদ্দেশ্যগুলোর একটি। ফিউচার নেশনের মতো জোটগুলো আমাদের কেবল কোভিড থেকে পুনরুদ্ধারে সাহায্য করবে না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ৪র্থ শিল্পবিপ্লব, এমনকি ৫ম শিল্পবিপ্লবের জন্যও প্রস্তুত করবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, এই কর্মসূচির লক্ষ্য আমাদের তরুণ জনসংখ্যার জরুরি ব্যবহার। এছাড়াও নতুন কাজের উত্থান, আমাদের শিল্প ভবিষ্যৎ এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য বাস্তবায়ন। যা একটি নতুন বাংলাদেশের অভ্যুদয়ে অবদান রাখবে, যেখানে বিশ্ব বাজারে দক্ষতা হবে আমাদের অন্যতম পণ্য।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, বিশেষ করে তরুণদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরির অভিন্ন লক্ষ্যে বেসরকারি খাত, বাংলাদেশে সরকার ও উন্নয়ন সহযোগীরা একত্রিত হচ্ছে। এজন্য আজ আমি খুবই খুশি।
এসএম/কেএসআর