কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৩ এপ্রিল ২০২২
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর রনি মার্কেটের ৯ নম্বর গলির পূর্ব রসুলপুর এলাকার একটি বাসায় স্বামীর ওপর অভিমান করে মোছা. বৃষ্টি আক্তার (২১) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে নিহতের স্বামী আবু বক্কর সিদ্দিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা মমতাজ বেগম অভিযোগ করে জানান, আমার মেয়েকে ওর স্বামী আবু বক্কর সিদ্দিক, তার মা ও ননদ বিভিন্ন সময় নির্যাতন করতেন। তারাই মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। দুই বছর আগে পারিবারিকভাবে আবু বক্করের সঙ্গে মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য তার ওপর নির্যাতন করা হতো। আমি সবার কাছে মেয়ে হত্যার বিচার চাই।

তিনি আরও জানান, কুমিল্লার মুরাদনগর উপজেলার হোসেন আলীর মেয়ে বৃষ্টি। বর্তমানে কামরাঙ্গীচরের রনি মার্কেটের ৯ নম্বর গলির পূর্ব রসুলপুর এলাকায় ২৬ নম্বর বাসায় থাকতেন ও একটি বিউটি পার্লারে কাজ করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল আমিন/একেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।