রিভিউ পিটিশনের সুযোগ পেল মানবতাবিরোধীরা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রিভিউ পিটিশন দায়েরের সুযোগ পেলেন মানবতাবিরোধী অপরাধের মামলার দণ্ডপ্রাপ্তরা। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যেে এ রিভিউ পিটিশন দায়ের করতে হবে।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার এ পূর্নাঙ্গ রায় প্রকাশ করেছে। রায়ে আদালত বলেছে আপিল বিভাগের অর্ন্তনিহীত ক্ষমতাবলে মানবতাবিরোধী অপরাধীদের এ রিভিউ পিটিশন দায়েরের সুযোগ দেয়া হলো।
গত বছরের ডিসেম্বর মাসে আপিল বিভাগের ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করেছিলেন জামায়াত নেতা কাদের মোল্লা। তার ওই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছিল আপিলি বিভাগ। এরপরেই কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় এক বছর পর ওই রিভিউ পিটিশনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেল।