আত্মসমর্পণের পর কারাগারে লতিফ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২ এএম, ২৫ নভেম্বর ২০১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ২টা ৪৫মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো অ্যাডভোকেট জামিন আবেদন না করায় বিচারক এই আদেশ দেন।

এর আগে দুপুর দেড়টায় রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ সিদ্দিকী। আত্মসমর্পণের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।

এরপর দুপুর ২টায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। নিরাপত্তার কারণে তাকে প্রথমে আদালতের জেল হাজতে রাখা হলেও আধা ঘণ্টার মধ্যেই তাকে কাঠগড়ায় তোলা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

লতিফ সিদ্দিকীকে মোট সাতটি অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণের পর পরই সিএমএম আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।