যৌতুকের জন্য স্বামীর চাপ, কিশোরী বধূর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২০ মে ২০২২
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে আলিফা আক্তার (১৬) নামের এক কিশোরী গৃহবধূ আত্মহত্যা করেছে। যৌতুকের দাবিতে স্বামীর মানসিক অত্যাচারে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।

বৃহস্পতিবার (১৯ মে) রাতে কামরাঙ্গীরচরের মধ্য ইসলামনগর মজিবর ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহমিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওই কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গৃহবধূ আলিফার বাবা নান্নু মিয়া জানান, গত ৫ মাস আগে আব্দুর রহমান নামের এক ছেলের সঙ্গে আলিফার বিয়ে হয়। আব্দুর রহিম একটি দোকানের সেলসম্যান হিসেবে কর্মরত। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে বিভিন্ন সময়ে মানসিকভাবে নির্যাতন করা হতো। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। কিছুদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে আমার বাসায় চলে আসে আলিফা। পরে বুঝিয়ে তাকে আবার স্বামীর সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। গতরাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার পরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আলিফা আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

কাজী আল আমিন/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।