হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ২১ মে ২০২২
ফাইল ছবি

চলতি বছরের হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা (আরটিপিসিআর টেস্ট) করা হবে।

গত (১৮ মে) বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

এর আগে হজযাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরের হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, হজযাত্রীদের আরটিপিসিআর টেস্ট দেশে বিদ্যমান ব্যবস্থাতেই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকেও পাঠানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

এবার হজে যাওয়ার ৭২ ঘন্টা আগে কোভিড টেস্ট করতে হবে। হজযাত্রীদের কোভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিতে হবে।

আরএমএম/এমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।