মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ তিন দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১০ জুন ২০২২

সব শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, দ্রুত মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনসহ তিন দফা দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

শুক্রবার(১০ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, দ্রুত মুক্তিযোদ্ধা সংসদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, মুক্তিযোদ্ধা কোটার পুনর্বহাল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

সরকারি নিয়োগে কোটার বিষয়ে তারা বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের সন্তান ও প্রজন্মদের জন্য শুধু চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা রেখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির অর্ধেক অংশ বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের পরবর্তীসময়ে প্রজন্ম যেন প্রশাসনের ভালো জায়গায় না আসতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এটি মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার কৌশল। এমনকি উচ্চশিক্ষায় ভর্তির জন্য ৫ শতাংশ কোটা রাখার নিয়ম থাকলেও সেটিও করা হচ্ছে না। তাই সব শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে।

বক্তারা আরও বলেন, সর্বশেষ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হয় ২০১৪ সালে। তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। কিন্তু গত ৮ বছরেও তা হয়নি। জেলা ও উপজেলা প্রশাসক দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ চলছে। দ্রুত নির্বাচন দিয়ে মুক্তিযোদ্ধাদের দাবি দাওয়া পূরণ করতে হবে।

এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিকারী ও হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

সংগঠনটির সভাপতি অহিদুল ইসলাম তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার কুতুবী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান রনি, নাছির আহমেদ পলাশ, মনিরুজ্জামান, মাশুদ মাহমুদ, রোকসানা নাজনীন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এসএম তোফায়েল আহমেদ, শিবলি ফোরকান, এসএম মাহবুব,মাসুদ খান, গোলাম কিবরিয়া প্রমুখ।

সমাবেশে বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার কুতুবী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান রনি, নাছির আহমেদ পলাশ, মনিরুজ্জামান, মাশুদ মাহমুদ, রোকসানা নাজনীন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এসএম তোফায়েল আহমেদ, শিবলি ফোরকান প্রমুখ। এছাড়াও সমাবেশে বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

আরএসএম/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।