শাহ আমানতে ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
শনিবার (১১ জুন) দিনগত রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৫৯২ ফ্লাইটে আসা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আবদুল মোমেন নামের ওই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা ৩৮ মিনিটে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৫৯২ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে ২০০ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়।
শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপ-কমিশনার এইচএম কবির জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জব্দ করা সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এসব সিগারেট ডিএম করে বিমানবন্দর কাস্টমসে হস্তান্তর করা হবে। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
ইকবাল হোসেন/এমকেআর/এএসএম