পদ্মা সেতু নিয়ে ফেসবুকে উচ্ছ্বাস

খুললো স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার। এ সেতুকে কেন্দ্র করে অনেকেই তাদের আবেগ-অনুভূতি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন। এর মধ্যে রয়েছেন মন্ত্রী থেকে নিয়ে সাংবাদিক, বিনোদন জগতের তারকা ও অর্থনীতিবিদসহ আরও অনেকে।
শনিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন তারা।
শিক্ষামন্ত্রী দীপু মনি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাংবাদিক হারুন উর রশিদ তাদের ফেসবুক আইডিতে লেখেন, ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু।’
এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান লিখেছেন, স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির অগ্রযাত্রায় এক গৌরবোজ্জ্বল অধ্যায় এবং বাঙালি জাতির হার না মানার মূর্ত প্রতীক।
চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আমার বাড়ি বরিশাল গৌরনদী, জন্ম কালীগঞ্জ জিনজিরা ঢাকা, শ্বশুর বাড়ি সাতক্ষীরা খুলনা। আলহামদুলিল্লাহ, পদ্মা সেতু আমার লাগবে আপনারও লাগবে, আমাদের গর্বের পদ্মা সেতু, আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু। সমালোচনা নয়, আসুন আমরা এক মুখে বলি আমাদের পদ্মা সেতু।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার নিজের ফেসবুকে লেখেন, পদ্মা সেতু শুধুমাত্র একটা সেতু নয়। এই সেতু মূলত বাংলাদেশের জনগণের সাহস ও সম্মানের প্রতীক। তাই দেশপ্রেমিক মাত্রই এই অর্জনে গর্বিত হওয়ার কথা! কে কোন দল বা কার রাজনীতি করেন সেটা বড় কথা নয়। সাবাস শেখের বেটি! সাবাস শেখ হাসিনা! সাবাস বাংলাদেশ!
সাহিত্যিক সাদাত হোসাইন বলেন, সেই এতোটুকু বয়স থেকে শুনতাম, ‘পদ্মা সেতু হইলে...’, কিংবা ‘ইশ! যদি পদ্মা সেতুটা কখনো হইতো...’! তারপর আব্বা, চাচা বা গ্রামের কতজন যে তুমুল আফসোসের স্বরে বলে যেতেন পদ্মা সেতু হলে কী কী হতে পারতো! ছোটবেলায় বহুবার বাপ-চাচাদের আবেগতাড়িত কণ্ঠে বলতে শুনেছি, ‘আরে, আমাগো বাড়ি কি ঢাকার তন দূরেনি? পদ্মা বিরিজ হইলে বেইন্না বেলা বাড়ির তন গিয়া ঢাকায় অফিস কইরা আবার দিনে দিনে বাড়ি ফেরন যাইবো!'
তিনি আরও লেখেন, এই একটা সেতু নিয়ে এই অঞ্চলের মানুষের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা, ঠিক কোন পর্যায়ের তা এ থেকেই স্পষ্ট। এই অনুভব মিলেমিশে একাকার হয়ে ছিল অসংখ্য মানুষের বুকের ভেতর!
এসএম/জেডএইচ/জিকেএস