করোনায় সাংবাদিক আবীর হাসানের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৭ জুলাই ২০২২
সাংবাদিক আবীর হাসান

করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিক ও অনুবাদক আবীর হাসান মারা গেছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে তিনি মারা যান। গত ১৯ জুন তিনি রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন। পরে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আবীর হাসানের মেয়ে অমৃতা হাসান জানান, তার বাবার ফুসফুসে ইনফেকশন ছিল। এছাড়াও নিউমোনিয়া ও হৃদযন্ত্রে জটিলতা ছিল। তিনি কয়েকবার স্ট্রোক করেছিলেন। শেষদিকে তার চোখেও সমস্যা হয়।

তিনি আরও জানান, আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর সকাল সাড়ে ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবীর হাসান একাধারে সাংবাদিক, সাহিত্যিক, অনুবাদক ও কবি ছিলেন। আবৃত্তিতেও তার ছিল ভালো দখল। কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিদেশি সাংবাদিকদের গাইড হিসেবেও কাজ করেন।

বাবা শিশুসাহিত্যিক হাসান জান, চাচা পটুয়া কামরুল হাসান ও অধ্যাপক বদরুল হাসানের সাহচর্যে কেটেছে আবীর হাসানের ছেলেবেলা। সে সময় থেকেই সাহিত্যের প্রতি তার ছিল অনুরাগ। তার লেখা কাব্যগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ, অনুবাদগ্রন্থ ও কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে।

এইচএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।