লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২৭ নভেম্বর ২০১৪

মন্ত্রিসভা থেকে অপসারিত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডঃ ইউনুস আলী আকন্দ। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি রিট আবেদনটি জমা দিয়েছেন।

উল্লেখ্য, ইসলামের মৌলিক স্তম্ভ হজ, রাসুলে কারিম সাঃ ও তাবলিগ জামায়াত সম্পর্কে বিরূপ মন্তব্যের কারণে দায়ের করা মামলায় বর্তমানে কারাগারে আছেন লতিফ সিদ্দিকী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।