বৃহস্পতিবার গার্ড অব অনার, শুক্রবার বগুড়ায় দাফন এনামুল হকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৩ জুলাই ২০২২
ড. এনামুল হক/ফাইল ছবি

স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক অধ্যাপক ড. এনামুল হক গত ১০ জুলাই ঢাকার বনানীস্থ নিজ বাসভবনে মারা যান। আগামীকাল (বৃহস্পতিবার) প্রথম জানাজা শেষে তাকে দেওয়া হবে রাষ্ট্রীয় গার্ড অব অনার। এরপর শুক্রবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বুধবার (১৩ জুলাই) বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের পক্ষ থেকে এক শোকবার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে ড. এনামুল হকের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দেওয়া হবে রাষ্ট্রীয় গার্ড অব অনার।

পরের দিন শুক্রবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বগুড়ায় ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমিতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সকাল সাড়ে ১০টায় বগুড়া শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে গ্রামের বাড়ি ভেলুরপাড়াতে ড. এনামুল হক ডিগ্রি কলেজ মাঠে ওইদিন বাদ জুমা সর্বশেষ জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ড. এনামুল হক ১৯৩৭ সালের ১ মার্চ বগুড়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস-প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ এশিয়ার শিল্প বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৬২ সালে তৎকালীন ঢাকা জাদুঘরে যোগদান করে এনামুল হক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকা জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরে রূপান্তর হলে প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক হিসেবে যোগ দেন তিনি।

নিজের অবস্থান থেকে অনবদ্য অবদান রাখায় ড. এনামুল হক ২০২০ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এর আগে ২০১৭ সালে একুশে পদক পেয়েছিলেন তিনি। ভারত সরকারের ‘পদ্মশ্রী’ পদকও অর্জন করেছিলেন।

আরএসএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।