‘বি-বাড়িয়া’ নয় ব্রাহ্মণবাড়িয়া লেখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৪ জুলাই ২০২২

সব দাপ্তরিক কাজে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম বি-বাড়িয়ার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লিখতে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব দাপ্তরিক কাজে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম বি-বাড়িয়ার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনাদের নির্দেশ দেওয়া হলো।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাম সংক্ষিপ্তভাবে ‘বি–বাড়িয়া’ না লিখে সম্পূর্ণভাবে লিখতে সম্প্রতি নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগও সম্প্রতি একই ধরনের নির্দেশনা দেয়।

এইচএ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।