বোয়ালখালীতে খোলা জায়গায় চামড়া মজুত, দ্রুত সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১৭ জুলাই ২০২২
চট্টগ্রামের হাজির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ মামুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খোলা জায়গায় মজুত করে রাখা কোরবানির পশুর চামড়া দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন। রোববার (১৭ জুলাই) দুপুরে বোয়ালখালী পৌরসভার হাজির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিনি এ নির্দেশ দেন।

ngo1

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, হাজির হাটের ইকবাল পার্ক পাঠাগার মাঠে অপরিকল্পিতভাবে কোরবানির পশুর চামড়া মজুত করায় দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই।

‘অপরিকল্পিতভাবে খোলা জায়গায় মজুত করা সব চামড়া সরিয়ে নেওয়ার নির্দেশ দিই। প্রাথমিক পর্যায়ে মজুতদারদের জরিমানা করা হয়নি। তবে, দ্রুত নির্দেশনা কার্যকর না করলে জরিমানাসহ কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

ইকবাল হোসেন/এসএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।