শিশুদের করোনা সুরক্ষায় চট্টগ্রামে এলো দেড় লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৩৩ এএম, ০১ আগস্ট ২০২২
ছবি- ইউনিসেফ

চট্টগ্রামে শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস। এরইমধ্যে রোববার (৩১ জুলাই) সকালে ফ্রিজার ভ্যানে করে দেড় লাখ পেডিয়াট্রিক ডোজ টিকা চট্টগ্রাম এসে পৌঁছেছে। প্রথম চালান হিসেবে দেড় লাখ ডোজ টিকা আসলেও পরবর্তী ধাপে আরও টিকা আসবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, বয়স্কদের পর এবার ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তারই অংশ হিসেবে এরইমধ্যে চট্টগ্রামে দেড় লাখ ডোজের প্রথম চালান এসে গেছে। এসব টিকা বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, যেহেতু শিশুদের টিকা দেওয়ার বিষয়টি স্পর্শকাতর, সেহেতু শিশুদের টিকাদান কার্যক্রম শুরুর আগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। এরইমধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব টিকা দেওয়া হবে। করোনা থেকে সুরক্ষায় শিশুদের দুই ডোজ করে টিকা দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন।

ডা. ইলিয়াস চৌধুরী আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরি হচ্ছে। শুরুতে স্কুলে টিকা দেওয়া হবে। আর যারা স্কুলে যায় না, তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেওয়া হবে।

ইকবাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।