ট্রাকের তেলের ট্যাংকে ২ লাখ পিস ইয়াবা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২ এএম, ০৭ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

অভিনব কায়দায় ট্রাকের তেলের ট্যাংকে প্রায় ২ লাখ ইয়াবা পাচারকালে চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

শনিবার (৬ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের আটক করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।

রাতে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকের তেলের সিলিন্ডারের মধ্যে ইয়াবা পাচারকালে প্রায় ২ লাখ ইয়াবাসহ চক্রের ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

টিটি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।