তিন ঘণ্টা পর নিভলো কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮ এএম, ২০ আগস্ট ২০২২

রাজধানীর অদূরে কেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীর একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর একটি কারখানায় রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানাটি প্যাকেজিংয়ের। দুই তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লেগে যায়।

অতিরিক্ত বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি। রিপোর্ট এলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।